আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভালোবাসা দিবসে একি বললেন আনুশকা

একি বললেন আনুশকা

ভালোবাসা দিবসে একি বললেন আনুশকাএকি বললেন আনুশকা

বিনোদন: ভালোবাসা দিবসে আনুশকা শর্মার প্রশ্ন, আপনি ওর ভ্যালেন্টাইন হবেন?’ নায়িকার মুখে এমন প্রশ্ন শুনে অবাক হলেন সবাই। কিন্তু, সত্যিই এই প্রশ্ন করেছেন আনুশকা। কিন্তু কার ভ্যালেন্টাইন? একের পর এক পোস্টার-টিজার-ভিডিও ক্লিপ। দর্শক-মনে ‘পরী’র আতঙ্ক ষোলো কলা পূর্ণ করতে কার্যত উঠে-পড়ে লেগেছেন আনুশকা। এ বার আরও এক ধাপ এগিয়ে, প্রেম দিবসে ছবির একটি নতুন ভিডিও ক্লিপ শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে পেজে। আর সেই ভিডিও কিন্তু শিরদাঁড়ায় ঠান্ডা ¯্রােত বইয়ে দিতে এক মুহূর্তও সময় নেবে না।

ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে টিভি দেখতে দেখতে সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে আনুশকা বলছেন, ‘আই লাভ ইউ’। পরমের মুখে স্বাভাবিক-সম্মতিসূচক হাসি। তবে মুখে কোনও ডায়লগ শোনা যায়নি। অথচ আনুশকাকেও কে যেন ‘আই লভ ইউ টু’ বললেন! কয়েক মুহূর্তে ক্যামেরা প্যান করতেই দেখা গেল সেই মুখ।

পরমব্রতর ডানদিকেও বসে রয়েছেন আরেক আনুশকা। অভিনেত্রীকে এতটা ভয়ানক এর আগে হয়তো কোনওদিন দেখায়নি। ‘ফিলাউরি’ ছবিতে যতটা আদুরে লেগেছিল ‘ভূত’ আনুশকাকে,‘পরী’তে ঠিক ততটাই ভয়াবহ। ভ্যালেন্টাইনস ডে’র দিনে এই ক্লিপটি শেয়ার করেই ক্যাপশনে নায়িকা লিখেছেন, আপনি ওর ভ্যালেন্টাইন হবেন?