আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ভুয়া অভিহিত করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংবাদিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য নেতারা।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়াদী উদ্যানে জনসভা করবে বিএনপি।

উল্লেখ্য আজ বুধবার বিকাল ৩ টায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।