আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিনে ৮২জন করোনা শনাক্ত

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। সেই সাথে মৃত্যুর সংখ্যাও। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী সনাক্ত হয়েছে ৮২ জন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪ শত ৭৯ জন।

বুধবার ২৪শে মার্চ সকালে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। ২৩শে মার্চ মঙ্গলবার সকাল ৮ টা থেকে ২৪ই মার্চ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  জেলায় এই পর্যন্ত মোট ৮২ হাজার ৫০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ১৬৩ জন।  সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮ শত ২৭ জন।