আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

একটি মাফিয়া চক্র রূপগঞ্জকে

একটি মাফিয়া চক্র রূপগঞ্জকে

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ও লক্ষ্ণী পূজা উদযাপন পরবর্তী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রূপসী গাজী ভবনে  অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

গোলাম দস্তগীর গাজী হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছে বলে আপনারা শান্তি পূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে আপনাদের পূজা উদযাপন বন্ধ করে দেবে। দেশে জঙ্গিবাদের উত্থান হবে।

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে  বলেন, আপনাদের গ্যাস দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি। মুড়াপাড়া স্কুল এবং কলেজকে সরকারিকরণ করেছি। শীতলক্ষা সেতু এবং ভূলতা ফ্লাইওভার  নির্মাণ হয়েছে।

রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারায় গোলাম দস্তগীর গাজী এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  তারাব পৌরসভার মেয়র  হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কৃষ্ণ গোপাল শর্মা, শংকর ঘোষ, রমা কান্ত সরকার, দীগেন বিশ্বাস, মনরঞ্জন দাস, বিশেম্বর সাহা, বিধান রায়, বিশ্ব জিৎ বিশ্বাস ধীরেন্দ্র চন্দ্র শীল, সজল দাস, দিলীপ কুমার, মিন্টু মাষ্টার, টিটু মাষ্টার, নিবাস দাস প্রমুখ।