নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইটু) সাজ্জাদ রোমান বলেন, আমি প্রথম দেখলাম, এই পর্যায়ের যারা হকার তাদের সাথে ভাই হিসেবে মিশে সুখে-দুঃখে পাশে থেকে, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খান ব্যতিক্রম উদ্যোগের মাধ্যেমে একটি নতুন দিগন্তের সূচনা করলো।
শনিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর পুরাতন কোর্টস্থ নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে বিভিন্ন পর্যায়ের হকারদের সাথে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
হকারদের উদ্দেশ্যে সাজ্জাদ রোমান বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ যোগদানের পর অপরাধমূলক সব কর্মকান্ডের বিরুদ্ধে তিনি উঠে পরে লেগেছেন। কোন অপরাধীকেই তিনি ছাড় দিচ্ছেন না। নারায়ণগঞ্জে তিনি যোগদানের পর থেকে ক্রমসই অপরাধমূলক কর্মকান্ড কমতে শুরু করেছে। আমরা এসপি সাহেবের নেতৃত্বে যে অভিযানগুলো পরিচালনা করছি সেগুলোকে সাংবাদিকরা তাদের লিখনির মাধ্যেমে সুন্দর ভাবে তৈরী করছে। আর সেই সুন্দর লেখাগুলো জণসাধারণের নিকট পৌছে দিচ্ছেন আপনারা। সকল দিক চিন্তা করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের অবদানও কম নয়।
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী লিমিটেডের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, নির্বাহী ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দাস, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ আলামিন, ইউটিউব ব্যবস্থাপক রবিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মো. সজল, নিজস্ব প্রতিবেদক মো. মমিনুল ইসলাম, মাইনুল হাসান রোমান, বিল্লাল আহমেদ শুভ, সৈয়দ মোহাম্মদ রিফাত, শিপন মীর ও মনি ইসলাম, কোর্ট প্রতিনিধি মো. জসিম, নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী লিমিটেডের সাধারণ সম্পাদক মো. রবি হোসেন, কাচঁপুর কেন্দ্রের সুপারভাইজার সোহেল রহমান, হকার নেতা মো. খাইরুল ইসলাম, মো. জসিম, মো. মেহেদি, লিটন, নাসির, শিপলু, মো. রাহাত হোসেন সহ নারায়ণগঞ্জের সকল স্তরের হকাররা।