সোনারগাঁও প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাাঁও উপজেলার রতনপুর গ্রাামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোক জন। এ ঘটনায় জমির হোসেন নামের এক জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করেছে। ধৃত আসামীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক প্রজায়ে আনোয়ার হোসেন, জামির হোসেন, অপু ও নয়ন মিয়া সহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদের স্ত্রী ছালেহা বেগম, ছেলে বাবুল মিয়া ও নজরু ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে বাড়িঘরে ভাংচুর চালায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে আনোয়ার হোসেন, জামির হেসেন, অপু মিয়া ও অয়ননকে আসামী করে গত মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জামির হোসেনকে আটক করেছে পুলিশ।
আহতের পরিবার জানান, মমলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ও মিথ্যা মামলা ভয় দেখিয়ে আসছে আসামী পক্ষের লোক জন।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই সাধন চন্দ্র বসাক বলেন, হামলার ঘটনায় মামলার আসামী জামির হোসেনকে প্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের প্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।