
বিনোদনচর্চা
বলিউডের জনপ্রিয় নায়ক ঋত্বিক রোশন। ঋত্বিকের সাথে নায়িকা কঙ্গনা রানাউতের সম্পর্ক দীর্ঘ দিন ধরেই সাপে-নেউলে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মুখ দেখাদেখিও বন্ধ দু’জনের। তাদের কথার লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছিল। সেসব কয়েক মাস আগের কথা।
এবার দু’জনের সামনে নতুন লড়াই। কারণ একই দিনে মুক্তি পেতে যাচ্ছে হৃত্বিকের ‘সুপার থার্টি’ এবং কঙ্গনার ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। শনিবার ‘মণিকর্ণিকা’র রিলিজ ডেট নিয়ে টুইট করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি জানান, ছবিটি আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে।
হৃতিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’র মুক্তি পাওয়ার কথা ছিল আগামী নভেম্বরে। কিন্তু পরে তারিখ বদলে ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তির দিন নির্ধারণ করা হয়। মূলত রজনীকান্ত অভিনীত ‘টু পয়েন্ট ও’ ছবিটি নভেম্বরে মুক্তি পাচ্ছে। এই কারণে ‘সুপার থার্টি’র রিলিজ ডেট পিছিয়ে দেন প্রযোজকরা। এর ফলে হৃত্বিক ও কঙ্গনার ছবি একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে শুরু হবে তাদের নতুন যুদ্ধে।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে নিয়ে তৈরি ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির পরিচালক কৃষ। কঙ্গনা ছাড়াও এই ছবিতে রয়েছেন- অঙ্কিতা লোখান্ডে, যিশু সেনগুপ্ত এবং সোনু সুদ। অন্যদিকে, ম্যাথমেটিশিয়ান আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘সুপার থার্টি’। এর পরিচালক বিকাশ বহেল। আনন্দ কুমারের ২০০২ সালে শুরু করা কোচিংয়ের নামও ‘সুপার থার্টি’। আর্থিকভাবে অস্বচ্ছল ৩০ জন ছাত্রকে আইইটি’র জন্য কোচিং করাতেন আনন্দ ভারতের পাটনার এই গুণী গণিতবিদ।

