উর্বশীকে হুমকি
সংবাদচর্চা ডেস্ক:
উর্বশী হত্যার হুমকি পেয়েছেন! হেট স্টোরি ফোর’-এ অভিনয়ের সুবাদে উর্বশী রাউতেলা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, এ প্রসঙ্গে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, ছবিতে অভিনয় করায় ভক্তদের ভালোবাসা পেয়েছেন উর্বশী। কিন্তু কয়েকজনের কাছ থেকে বাজে মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
২০১২ সালে মুক্তি পায় হেট স্টোরি সিরিজের প্রথম ছবি ‘হেট স্টোরি’। এরপর ২০১৪তে ‘হেট স্টোরি টু’ এবং ২০১৫ সালে মুক্তি পায় ‘হেট স্টোরি থ্রি’। সিরিজটিতে যথাক্রমে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ।
বিশাল পান্ডে পরিচালিত ‘হেট স্টোরি ফোর’-এ উবর্শীর পাশাপাশি আরও দেখা যাবে টেলিভিশন তারকা করণ ওয়াহি, ভিভান ভাথেনা, গুলশান গ্রোভারসহ প্রমুখ। আগামী ৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।

