সংবাদচর্চা রিপোর্ট: সোনারগাঁও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গতকাল নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ (সুপার খ-সার্কেল) মো. খোরশেদ আলম এ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা শরীফ, ওসি অপারেশন মো.রুবেল, তালতলা বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.আহসান উল্লাহ, সোনারগাঁও উপজেলা পুজা উদর্যাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত।
অতিরিক্ত পুলিশ সুপার ( খ- সার্কেল, নারায়ণগঞ্জ) খোরশেদ আলম বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তায় পূজা উদযাপন করছে পূজারীরা। পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি স্বাস্থ্য বিধি বজায় রেখে শারদীয় দূর্গা উৎসব পালন সহ সকলকে মাস্ক পরার আহ্বান জানান।