সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকার এ উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
এসময় মন্ত্রীকে স্বাগতম জানান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া। পরে তারা কুশল বিনিময় করেন এবং চা পান করেন। সুত্রের খবর উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে এসময় এই দুই নেতা আলোচনা করেন।
এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, বিভিন্ন জনপ্রতিনিধি , আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।