নবকুমার:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, উপজেলা নির্বাচনে সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। দল যাকে সমর্থন দিয়েছে তাকেই ভোট দিতে হবে। কেউ নৌকার সাথে বেইমানী করতে পারবেন না। নৌকা আমাদের স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক।
বৃহষ্পতিবার রূপসী গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থী সৎ এবং যোগ । দলের জন্য নিবেদিত প্রাণ। সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশে হাছিনা গাজী আরো বলেন, নির্বাচনে কোন প্রকার সহিংসতা না হয় সে দিকে সবাইক সজাগ থাকবেন। জনগণ আমাদের সাথে আছে । সুতরাং আমাদের কেউ ঠেকাতে পারবে না।
এছাড়া হাছিনা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভিপি সোহেল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ অনেকে।