আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি মনে হয় একমাত্র মেয়র প্রার্থী, যিনি ঢাকাকে নিয়ে চিন্তা করে উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি। এ উন্নয়নের রূপরেখা পাঁচ ভাগে ভাগ করেছি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু প্রাক্কালে এ কথা বলেন তিনি।

তাপসের আগমন উপলক্ষে সকাল ১০টা থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতা-কর্মীরা জড়ো হন। তাদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, আমাদের ঐতিহ্যের ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের গর্বের ঢাকা। সেই গর্ব, ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমার অঙ্গীকার, ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা গড়ে তুলব।

তাপস বলেন, আমি যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, তা ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। ৩০ জানুয়ারি নির্বাচনে ঢাকার জনগণ ভোট দিয়ে তাদের মেয়র ও কাউন্সিলরদের নির্বাচিত করে তাদের সেবক হিসেবে দায়িত্ব দেবে- এটা আমরা আশা করছি। বিজয় আমাদের সুনিশ্চিত।

দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করেন তাপস। এরপর তিনি চকবাজার ও এর আশাপাশের গণসংযোগ শুরু করেন।