সংবাদচর্চা রিপোর্ট:
দৃশ্যমান উন্নয়নে নারায়ণগঞ্জ নগরবাসীর কাছে জনপ্রিয়তা আকাশচুম্বী বাংলাদেশের প্রথম মহিলা সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণগঞ্জ পৌর চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার কন্যা, সারা বাংলাদেশেই পরিচিত উন্নয়নের স্বার্থে। কিন্তু উন্নয়ন করতে গিয়েই বারংবার সমালোচিত হয়েছেন আইভী।
প্রসঙ্গত , হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জে দেওভোগ লেক সম্পন্ন করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল এই নারী জনপ্রতিনিধিকে। যিনি বন্দরে সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় গড়ে আরসিসি রাস্তার ঢালাই নির্মান করে জনপ্রিয়তার র্শীর্ষে উঠেছেন। এক সময় চারুকলার পাশে দেওভোগ লেকটি ছিলো মাদকসেবীদের আড্ডাখানা সেই মাঠের সৌন্দর্য্য বাড়াতে কঠোর পরিশ্রম করছেন তিনি। লেকের পাশে থাকা বস্তি উচ্ছেদ করতে গিয়েও হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। ২০১৭ সালের ৩০জুন বস্তিবাসী ও উচ্ছেদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে প্রায় ৩০ জনের হতাহতের খবর পাওয়া গিয়েছিলো সেই সময়। প্রায় অর্ধশত বছরের পুরোনো এই বস্তি উচ্ছেদের ফলে একদিকে যেমন দেওভোগবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাপূরণ হয়েছে অপরদিকে শিশু, বৃদ্ধ নারীসহ হাজারো মানুষের ঠাই হয়েছিলো খোলা আকাশের নীচে। এতেও সমালোচিত হন মেয়র আইভী।
পরবর্তীতে দেখা যায়, নগরবাসীকে যানজটমুক্ত করার লক্ষ্যে, পথচারীর চলাচলের জন্য ফুটপাত নিশ্চিত করতে মাঠে নামেন মেয়র আইভী। বারংবার অনুরোধের পরও যখন হকাররা মেয়র আইভীর বিপক্ষে অবস্থান করেন তখনই হার্ডলাইনে যেতে বাধ্য হয় মেয়র আইভী। এতেই বাধেঁ লঙ্কাকান্ড। হকারদের পক্ষে নিয়েও তখন মাঠে নামেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অনুসারীরা। নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ সংঘর্ষ হয় সরকার দলীয় দুই জনপ্রতিনিধিদের মাঝে। পুরো বাংলাদেশেই আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। তাদের মতে, আইভীর কার্যক্রম জনগণের পক্ষে ছিলো কিন্তু সেখানে এমপি শামীম ওসমানের হস্তক্ষেপেই সবকিছু নষ্ট করে দেয়।
সর্বশেষ দেওভোগ মোড় কে প্রশস্থ করার জন্য নগরীর পুরানো রহমত উল্লাহ ভবনে উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। এতে সাধারণ মানুষের লাভ হয়েছে। আর কিছু ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। এতে সমালোচনায় নতুন করে পড়তে হয়েছে আইভী কে।
সাধারণ মানুষের পক্ষে উন্নয়ন করেও কেনো বারংবার সমালোচিত হচ্ছেন এই প্রভাবশালী মেয়র তাই নিয়েই জনমনে প্রশ্ন রয়েছে।

