আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উনি গাঁজাসহ গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জারজি হোসেন (৬৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ৬ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা কড়ইতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

শনিবার ৭ আগস্ট র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ জারজি হোসেন এর বাড়ি বন্দর থানার ধামগর সেনেরবাড়ী এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।