সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সবকিছুতেই সফল হয়েছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে উনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি রাজনীতিতে সফল ব্যক্তি । রাজনীতি করে তিনি মন্ত্রী হয়েছেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পেয়েছেন। তিনি রূপগঞ্জের গর্ব। মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত হয়েছি। তাঁর সাথে কাজ করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার । তিনি অবৈধ কোনো কাজের জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপর হস্তক্ষেপ করেন না। তিনি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নীতিমালার মধ্যে থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এসব কথা বলেন। প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছে সরকার।