আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর-দক্ষিনে তাকাবো না : এসপি আলম

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন,  ‘বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের গডফাদারদের প্রশ্রয় দেবো না। ডান-বাম, উত্তর-দক্ষিনে তাকাবো না। সবসময় নিরপেক্ষ থেকে কাজ করবো।’

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় সদর মডেল থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, পুলিশ রাত-দিন আপনাদের জন্য পরিশ্রম করে। এটাই তার কাজ। তারপরও আমাদের ভুল হতে পারে। আপনারা সে ভুল ধরিয়ে দিয়ে আমাদের সংশোধন করার সুযোগ দিবেন। আপনারা আমাদের দূরে ঠেলে দিবেন না। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশ একা কিছু করতে পারবে না।

তিনি আরও বলেন, আপনাদের যেকোন অভিযোগ নিয়ে আমার অফিসে চলে আসবেন। আমার অফিসে ঢুকতে কারোর অনুমতি লাগে না, কাউকে জিজ্ঞেস করতে হয় না। আমাকে আপনাদের যেকোন ভালো কাজে পাবেন। সামাজিক আন্দোলনেও আমাকে পাবেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শাওনেওয়াজ চৌধুরী, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম সোলায়মান, সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান প্রমুখ।