আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তরা মিডিয়া ক্লাবের আমিনুল ইসলাম বেদু আহ্বায়ক ও সচিব শরিফুল ইসলাম খান

সংবাদচর্চা ডেস্ক : ঢাকা উত্তরে বসবাসকারী মিডিয়া কর্মীদের বিনোদনের আদর্শ কোনও ঠিকানা হয়নি। মুক্তগণমাধ্যমে বিশ্বাসী মুক্তিযুদ্বের আদর্শ তার চেতনাকে ধারণকারী উদ্যমী কিছু মিডিয়া বাক্তিত্ব ও মিডিয়া কর্মীর উদ্যোগে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘উত্তরা মিডিয়া ক্লাব’। এর সাথে যুক্ত অনেকে আশা করেন সবাই একসাথে কাজ করলে দেখা যাবে আগামী দিনে ‘উত্তরা মিডিয়া ক্লাব’ হবে মিডিয়ার অন্যতম কেন্দ্রবিন্দু। দেশের যে কোন মিডিয়া কর্মী এই ক্লাবের সাথে যুক্ত হতে পারবে।

তারই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় গতকাল ০৯/১২/১৭ ইং তারিখ সন্ধ্যায় উত্তরা মিডিয়া ক্লাবের অস্থায়ি কর্য্যালয়ে সংংগঠনের এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন জনাব আমিনুল ইসলাম বেদু ও সদস্য সচিব নির্বাচিত হন জনাব শরিফুল ইসলাম। তাছাড়াও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন জনাব মেজর আমীন আহম্মেদ আফসারী ও জনাব খুরশীদ আলম। অর্থ সচিব হিসেবে নির্বাচিত হন জনাব মাহাবুবুর রহমান (মুরাদ)।

এছারা কমিটির অন্যান্য নির্বাচিত সদস্য বৃন্দরা হলেনঃ জনাব ফকরুদ্দিন জুয়েল, সৈয়দ হসাইন সৈকত, সেলিম কবির, এম.ডি মাহবুব, হায়দার কবির মিথুন, কামরুজ্জামান পান্না, রাশেদ রাজ, নাইমুর রহমান খান, সিরাজুল সালেকিন, খালেদ সাইফুল্লাহ প্রমুখ।