আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের তালমিছরি

যে কোন ধমীয় অনুষ্ঠানে মোশাররফ করিমের নাটক থাকতেই হবে। কারণ দর্শক তার নাটকগুলোতে ভিন্ন এক বিনোদন খুঁজে পান। আর তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছরই নির্মাতা সাগর জাহান মোশাররফ করিমকে নিয়ে দারুণ সব নাটক নির্মান করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদে নতুন সিরিজ নিয়ে আসছেন এই নির্মাতা ও অভিনেতা।

এর আগে সাগর জাহানের বেশ কিছু সিরিজে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। তার মধ্যে ‘মাহিন’ সিরিজটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। আসছে ঈদের জন্য এই সিরিজ আর করেননি নির্মাতা। এই সিরিজের পরিবর্তে নির্মাণ হয়েছে ‘তালমিছরি, না হাওয়াই মিঠাই’ শিরোনামের নতুন একটি সিরিজ। এটিও বরাবরের মত থাকছে সাত পর্বে।

এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আরফান আহমেদ ও প্রাণ রায়। নাটকটির শুটিং হয়েছে কক্সবাজারে। এই নাটকে মোশাররফ করিম ও আরফান আহমেদকে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে শোনা যাবে।