আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে মিলাদুনবী (সাঃ) কটাক্ষকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ঈদে মিলাদুনবী

ঈদে মিলাদুনবী

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম  পালন করাকে শ্রী কৃষ্ণের জম্মবার্ষিকীর সাথে তুলনা করার অভিযোগে হেফাজতের আমীর আব্দুল আউয়ালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুন্নী জনতা।

বুধবার (৪ এপ্রিল) সকালে মিছিলটি নগরীর চুনকা পাঠাগার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করেন প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সংঙ্গিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত ২৩ শে মার্চ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে মিলাদুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম  পালন করাকে শ্রী কৃষ্ণের জম্মবার্ষিকীর সাথে তুলনা করার অভিযোগে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।

এদিকে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল আউয়ালের ওই বক্তব্যকে চ্যালেঞ্জ করে মাওলানা তামীম বিল্লাহ আল কাদরী বলেন, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের ধারাবাহিকতার ডিআইটি মসিজিদের সামনে নবী ওলী বিদ্বেষী মৌলবী নুরুল ইসলাম ওলীপুরি নামক ওহাবী সম্প্রদায়ের আরেক মাওলানাকে ভাড়া করে এনে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশকে ঘোলাটে করার নীল নকশা করছে।

সমাবেশ বক্তারা আরো বলেন, আব্দুল আউয়াল ইতিবপূর্বে নারায়গণঞ্জের জমীনে অনেক অরাজকতার সাথে জড়িত চাষাড়া শহীদ মিনারে হামলা সহ সরকার বিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনের সাথে জড়িত ছিলো এবং জেল ও খেটেছে।

এছাড়া ওহাবীরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী উগ্রবাদী চক্র। তারা বর্তমানে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নাম করে সমাজে ওহাবী আকীদা প্রতিষ্ঠা করার পায়তারা করছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ।

মাওলানা তামিম বিল্লাহ আল কাদরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রাহাত হাসান রাব্বী , মুফতি আহমেদ হোসাইন গাজীপুরি, মো. শাহ নিয়াজুল ইসলাম নাঈম, , মাওলান কাউছার আহমেদ ফারকী, মাওলান শরীফুল ইসলাম প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ