আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে থাকছে ‘সূর্য-দ্যা ভিলেন’

সূর্য-দ্যা ভিলেন’ একটি দুর্ধর্ষ সিরিয়াল কিলারের প্রেম কাহিনী। আর এই প্রেম কাহিনীর মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন লাক্স সুপারস্টার নাদিয়া আফরিন মিম এবং মডেল ও অভিনেতা রাসেল খান এস আর।

সম্প্রতি ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শ্যুটিং সম্পন্ন হলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘সূর্য-দ্যা ভিলেন’ এর।

এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে ‘সূর্য’ চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন রাসেল এবং কলেজ পড়ুয়া একটি ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মিম। দেশ মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন আদর সোহাগ।

এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, সম্পূর্ণ থ্রিলার ঘরানার শর্টফিল্ম এটি। কিছু রোমান্টিক দৃশ্যে নাদিয়া মীম ও রাসেলের রসায়ন ছিল চোখ ধাঁধানোর মতো, যা দর্শকদের মনে এই জুটিটি জায়গা করে নিবে খুব সহজেই ।

এছাড়া ‌‘বুকের পিঞ্জরে’ শিরোনামে একটি রোমান্টিক গান রয়েছে শর্টফিল্মটিতে। এতে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠের এসকে সানু ও আতিয়া আনিশা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শর্টফিল্মটি এস এফ মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ ।