আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে আসছে ‘বেদের মেয়ে জোসনা রিটার্ন’ গান

আসন্ন ঈদে মুক্তি পাবে ‘বেদের মেয়ে জোসনা রিটার্ন’ গানের  ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বেলী আফরোজ।

হাবিব রহমানের পরিচালনা ও কোরিওগ্রাফিতে গানের ভিডিওতে অভিনয় করেছেন বেলী আফরোজ নিজেই ও জন জাহিদ। সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।