আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে আসছে “পরপার”

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগীতশিল্পী শেখ রাশেদের “পরপার” গানে জনপ্রিয় মডেল ও অভিনেতা ফয়সাল রানা অভিনয় করেছেন। পরপার গানটির গীতিকার তরুণ সিং সুর করেছেন রিগ্যান হাসান । আসছে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত এই গানটি।

গানটির মূল চরিত্রে অভিনয় করা মডেল ফয়সাল রানা দৈনিক সংবাদচর্চাকে জানান, আসন্ন ঈদ উপলক্ষে আমার অভিনয়ে পরপার গান আসছে। গানটির মূল মডেল হিসেবে আমাকে উপস্থাপন করা হয়েছে। আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছে রিতু। সবাইকে গানটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে গানটির সাথে যুক্ত পুরো টিমের জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।