আজ বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদকে ঘিরে নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল


টি.আই.আরিফ
পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টহল বৃদ্ধি করেছে নৌ-পুলিশ। গতকাল নারায়ণগঞ্জ ৫ নং ঘাট, নাসিম ওসমান সেতু, মদনগঞ্জ ঘাট এলাকায় টহল দিয়েছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এএসপি মো: হেলাল উদ্দিন।
তিনি সংবাদচর্চাকে বলেন, ঈদকে কেন্দ্র করে শীতলক্ষ্যা নদীতে টহল বৃদ্ধি করা হয়েছে। হাটগুলোতে বিনা বাধায় গরু যাওয়া আসা করতে পারছে। কেউ গরুর রশি ধরে টানাটানি করতে পারবে না। আমরা নদী পথে তৎপর আছি। পরে তিনি হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন এবং নৌ -পথে চলাচলকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।