নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
বুধবার (৩ জুলাই) রাত সোয়া ১০ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন রমজানের চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হলো-আনোয়ার হেসেনের ছেলে রাকিব (১৮), আলাউদ্দিনের ছেলে রুবেল (২০), মুক্কা মিয়ার ছেলে ফজর আলী (২১) ও রনির স্ত্রী সুমি আক্তার (২২)। এরা সবাই চাঁনমারি বস্তি এলাকার বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্বদানকারী এসআই কামরুল ইসলাম জানান, অভিযান পরিচালনাকালে ১নং আসামীর হেফাজত থেকে ৫৫০ পিস, ২নং আসামীর কাছ থেকে ৫০ পিস, ৩নং আসামীর কাছ থেকে ২০০ পিস এবং ৪নং আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা সহ মোট ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৫৫ হাজার টাকা।
তিনি আরো জানান, এ সংক্রান্তে ধৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।