আজ মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক মামলায় নাছির ভান্ডারির ১৪ বছরের কারাদন্ড

আদালত প্রতিবেদক, সংবাদচর্চা

মাদক মামলায় নাছির ভান্ডারি (৬৪) নামের এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর উপস্থিতে এ রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত নাছির ভান্ডারি সৈয়দপুর আল-আমিন নগর এলাকার মৃত.হাসেম আলীর ছেলে।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সৈয়দপুর আল-আমিন নগর মসজিদ গলির আসামির নিজ টিনশেট ঘরের উত্তর পাশ থেকে ৪ হাজার পিছ ইয়াবাসহ মো.নাছির ভান্ডারিকে গ্রেপ্তার করে।

আরকেএন/এসএমআর

সর্বশেষ সংবাদ