বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির হোসেন মুন্না (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর চিতাশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী সাব্বির একই এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে। ধৃত মাদক ব্যবসায়ী মুন্নাকে মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।