সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার কাঠালিয়াপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরেরটেক ফাড়িঁ থানা পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
মিরেরটেক ফাড়িঁ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, উপজেলার কাঠালিয়াপাড়া এলাকায় শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া পাড়া গ্রামের রফিক মিয়া ওরফে মনির প্রধানের ছেলে বাবু প্রধানকে ১৭৬ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।