আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসিতে বিএনপি প্রার্থীদের অভিযোগ

পুলিশের উপস্থিতিতে তার পোলিং এজেন্টদের বের করে দেয়াসহ ১১৭টি কেন্দ্রে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। শনিবার নির্বাচন কমিশনে এ অভিযোগ দেয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার পর পুরান ঢাকার গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) ১১৭টি কেন্দ্রে অনিয়মের লিখিত অভিযোগ করেন তিনি।

অন্যদিকে নির্বাচন কমিশনে ৩২টি অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রতিনিধি। গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। কিছু অভিযোগ তুলে ধরে জনগণকে নিয়ে সারাদিন ভোট পাহারা দেয়ার কথা জানান তিনি।