আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসিকে মন্ত্রী গাজী, রূপগঞ্জে সব ভোটে ইভিএম পদ্ধতি চাই

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বিনা পয়সায় একমাত্র বাংলাদেশে সেবা পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো দেশে পয়সা ছাড়া সেবা পাওয়া যায় না। স্মাটকার্ড ,করোনার টিকা জনগণ বিনা পয়সায় পাচ্ছে। স্মাটকার্ড পেয়ে ভোটারবৃন্দ মহাখুশি হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ বিনামূল্যে সেবা পাচ্ছে। পৃথিবীতে ১৩০ টি দেশ এখনো করোনার টিকা পায়নি। আর আমাদের দেশে বঙ্গবন্ধুর কন্যার সরকার বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করেছে। পৌর নির্বাচন শেষ হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে আমি বলবো সর্ব জায়গায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করেন। কারণ ১০ টি হোন্ডায় ২০ টি (জন) গুন্ডার দিন শেষ। সুতরাং আপনারা ইভিএম পদ্ধতি ভোট গ্রহণের ব্যবস্থা করেন, মানুষ যার যার ভোট যাকে ভালোবাসবে তাকে দেবে। কেউ যেন কেন্দ্রে সিল মেরে পাস না করতে পারে। আমাদের উপজেলায় ( রূপগঞ্জ) যতগুলো ভোট হবে সবগুলোতে ইভিএম পদ্ধতি ভোট দেওয়ার অনুরোধ করছি। আপনারা আমার এই অনুরোধটা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দেবেন। নির্বাচন কমিশন যেনো আমার অনুরোধটা রাখে। আমার নির্বাচনী এলাকায় সঠিক নির্বাচন পদ্ধতি চাই। মহিলা এবং পুরুষ ভোটারবৃন্দ ইভিএম পদ্ধতিতে তাদের পছন্দের প্রাথীকে ভোট দেবে। ভোট কেন্দ্রে গিয়ে শুনবে আপনার ভোট হয়ে গেছে এই বদনাম শুনতে চাই না। নির্বাচন কমিশন সেই ধরণের ব্যবস্থা নেবে। গণতন্ত্রের স্বচ্ছতা আনতে হলে প্রত্যেকটা ভোটারকে ভোট দিতে হবে। ভোট কেন্দ্রে যেনো ভোটারবৃন্দ হয়রানির শিকার না হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের তারাব পৌরসভায় ইভিএম পদ্ধতিতে খুব সুন্দর ভোট হয়েছে। খুব সুন্দর সিস্টেম। ইভিএম পদ্ধতিতে জাল ভোটের সুযোগ নেই। সারাদেশে ইভিএম পদ্ধতি চালু হলে গণতন্ত্রের স্বচ্ছতা ফিরে আসবে। যে দেশে গণতান্ত্রিক পরিবেশ ভালো , সেই দেশ তত উন্নত। গণতান্ত্রিক পরিবেশে আমরা এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে রূপগঞ্জ উপজেলার -২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মাটকার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) মাহফুজা আক্তার, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।