আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম শান্তির ধর্ম এখানে মাদক জঙ্গি সন্ত্রাসের স্থান নেই: বন্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ইসলাম শান্তির র্ধম এখানে কোন চাঁদাবাজ মাদক জঙ্গি সন্ত্রাসীর স্থান নেই। কোন প্রকৃত মুসলমান বোমা মেরে কোন দিন মানুষ হত্যা করে নাই। যারা মসজিদে ইদের জামায়াতে বোমা মেরে মানুষ হত্যা করে ওরা মুসলমান নয় ইহুদিদের দালাল। ইসলামের শত্রু । এবারের ইদে প্রত্যেককে সচেতন থাকতে হবে।

বুধবার ( ২৯ মে) ভোলাব ইউনিয়ন পরিষদের মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও এর সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বহিবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে চলে যাবে।

মন্ত্রী বলেন,মাদক সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে জনপ্রতিনিধি এবং প্রশাসন কে ঐক্যবদ্ধভাবে কাজ । সন্ত্রসী কর্মকান্ড বন্ধ না হলে দেশে শান্তি ফিরে আসবে না।

গোলাম দস্তগীর গাজী ভোলাব ইউনিয়ন বাসীর উদ্দেশে বলেন, আওয়ামী লীগের আমলে আপনাদের স্কুল কলেজ মাদ্রাসার নতুন ভবন হয়েছে। রাস্তা ঘাট পাকা হচ্ছে। কিছু কাজ টেন্ডারের অপেক্ষায় আছে। আমাদের অর্থের কোন অভাব নেই। আস্থা রাখুন ভোলাব ইউনিয়নের প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করা হবে।

ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো :হাসান আশকারী,আওয়ামী লীগ নেতা  এডভোকেট তাইবুর, মতি আকন্দ, ভোলাব ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সালমা , সাধারণ সম্পাদক সুলতানা সহ অনেকে।

এছাড়া ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।