আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম চেয়ারম্যানের মৃত্যুতে নাছিরের শোক

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন বেপারী শুক্রবার ( ২ এপ্রিল ) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দিন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার আত্মার মাগফেরা কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার লাশ কবরস্থানে দাফন করা হয়। এছাড়া তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জের বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছে।