নিজেস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, তাগুতি শক্তির লেজুরবৃত্তি করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে নাস্তিক-মুরতাদরা পালানোর পথ খুঁজে পাবে না। যে আলেম আল্লাহকে বিশ্বাস করে সে কখনও চিহ্নিত খোদাদ্রোহী কোনো গোষ্ঠিকে সমর্থন করতে পারে না।
তিনি বলেন, শুধু নামাজ-রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জিহাদ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি মিলিয়েই হলো ইসলাম ধর্ম। কেননা আল্লাহর রসূল (সা.) তার ৬৩ বছর জীবনে ইসলামের দাওয়াত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুই করে গেছেন। তাই আমাদেরও তাঁর নীতি পরিপূর্ণ অনুসরণ করতে হবে।
৩ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় ডিআইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চলনায় কর্মী তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মী তারবিয়াতে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাসান আলী, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াস উদ্দিন মুহাম্মদ খালিদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মামুনুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল হান্নানসহ বিভিন্ন থানার কর্মীবৃন্দ।
অধ্যাপক মাহবুবুর রহমান আরও বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নিবেদিতপ্রাণ সক্রিয় কর্মীবাহিনী অপরিহার্য। আমাদেরকে মেধা, সার্বিক যোগ্যতাবলে বলীয়ান হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে দীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম করে যেতে হবে।