নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ জেলার উপ-পরিচালক বশীর উদ্দিন। শনিবার দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সিরাজউদ্দৌল্লাহ খান, জেলা লাইব্রেরিয়ান মোশারফ হোসেন, মামুনুর রহমান, মাহবুবুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দা শাহিদা বেগম প্রমুখ।
এ সময়ে বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জীবনি সর্ম্পকে নানা আলোচনা করা হয়। আলোচনা শেষে মিলাদ ও দোয়া করা হয়।