আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানে ভোটগ্রহণ

ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার স্থানীয় সময় রাত ১২টায় শেষ হয়েছে। এর পরপরই শুরু হয় ভোট গণনা। এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও বিকেলের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়। খবর পার্সটুডে, তেহরান টাইমস ও ইরনা’র।

প্রথমে দুই দফায় দুই ঘণ্টা করে এবং পরে দুই দফায় এক ঘণ্টা করে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়। এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বেশ ভিড় লক্ষ্য করা যায়। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইরানে প্রতি ৪ বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের ৭ সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে অনুষ্ঠিত হলেও শুধুমাত্র তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে।