আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানের দিকে একটি গুলি ছোড়ারও সাহস নেই যুক্তরাষ্ট্রের’

ইরানের দিকে  যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি গুলি চালানোরও সাহস রাখে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। ইরানের সামরিক শক্তি ও দৃঢ়তার কারণেই তারা তেহরানে হামলার সাহস করে না বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াযদপ্রদেশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলী ফাদাভি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইরানের ওপর ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের পর ৩০ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও হুমকির অবসান ঘটেনি।

ইরানের ইসলামী বিপ্লবের পেছনে শহীদদের রক্তের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইসলামী বিপ্লবের পথে ইরানের আইআরজিসির ৪০ হাজার এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক লাখ সদস্য শহীদ হয়েছেন।

আইআরজিসি এর আগেও বলেছে, ইরানের দিকে একটি গুলি ছোড়া হলে গোটা মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এবং সেই আগুনে আমেরিকা ও তার মিত্ররা পুড়ে শেষ হয়ে যাবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা নানা ধরনের হুমকি অব্যাহত রাখায় আইআরজিসির পক্ষ থেকেও পাল্টা বক্তব্য দেয়া হচ্ছে।