আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে ৪দিনের টানা বৃষ্টিতে আমন ধান ও সবজি’র ব্যাপক ক্ষতি

এস.ডি রিপন মাহমুদ : পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ৪ দিনের টানা বৃষ্টিতে আমন ধান এবং সবজি ক্ষেত এর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে হতাশায় ডুবছেন কৃষকরা। এই উপজেলার বলেশ^র এবং কচা নদীর তীরবর্তী এলকায় টানা ৪দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি হওয়ায় ভেরীবাধ ও খালের সুইচগেট না থাকায় জোয়ারের পানিতে আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে অনেক কৃষকের আমন ধান ও সবজি ক্ষেত নিয়ে বিপাকে কৃষকরা। ইন্দুরকানী উপজেলার, কালাইয়া, ভবানীপুর, বালিপাড়া, পত্তাশী, লাহুরী সহ বিভিন্ন এলাকার আধা পাকা ও পাকা আমন ধান ও সবজি বাগান মাঠে শুয়ে পড়েছে । কোথাও কোথাও আমন ধানের গাছ ও সবজি বাগান পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে উপজেলার ২০০০ হেক্টর জমির আমন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা বিভিন্ন মাধ্যমে গেছে। ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর এলাকার কৃষক আনছার বলেন, টানা বৃষ্টি ও বাতাসে আমাদের গ্রামে প্রায় ৫০ একর জমির আমন ধানের থোঁড় ও ফুল নষ্ট হয়ে গেছে। ধান চিটা হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তার। উপজেলার লাহুরী এলাকার কৃষক ছালাম জানান, ঝড়ো-হাওয়া এবং টানা বৃষ্টিতে ক্ষেতের ধান আর সবজি সবই প্রায় শেষ। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া বলেন, ইন্দুরকানী উপজেলায় মোট ৫৪০০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। ফলন ভাল হবার আসঙ্কা থাকলেও টানা বৃষ্টিতে কিছু জমির ধান নষ্ট হতে পারে। উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানে চিটা বা নষ্ট হবার উপক্রম রয়েছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। ধান ক্ষেতের চাড়াগুলো এলোমেলো অবস্থায় মাঠে সুয়ে গেছে।