আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইদে মুক্তি পাচ্ছে না বেপরোয়া

ইদে মুক্তি পাচ্ছে না  জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ।  তথ্যটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া আলোচিত “নোলক” ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। সেকারণে “বেপরোয়া” মুক্তি পিছিয়ে যাবে। দুই ঈদের মাঝখানের কোনো একটি সময়ে “বেপরোয়া” মুক্তি দেওয়া হবে।’

বেপোরোয়ায় অভিনয় করছে ববি সহ অনেকে।