আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ইছাখালীতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জ উপ‌জেলা কিন্ডারগা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন শাখার আন্তঃক্রীড়া প্র‌তি‌যোগীতার পুরস্কার বিতরণ ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার বি‌কে‌লে উপ‌জেলার ইছাখালী এলাকায় অনুষ্ঠান হয়। কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলীর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল। অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম, জি‌টি‌ভি’র নারায়ণগঞ্জ জেলা প্র‌তি‌নি‌ধি সাংবা‌দিক আশিকুর রহমান হান্নান, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য আব্দুল ক‌রিম পাঠান, উপ‌জেলা যুব মহিলা লী‌গের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপ‌জেলা কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সাধারন সম্পাদক ম‌নিরুল হক ভুঁইয়া ম‌নির, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের ৪নং ওয়া‌র্ডের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, রূপগঞ্জ উপ‌জেলা কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ নওয়াব ভুঁইয়াসহ অ‌নে‌কে।

স্পন্সরেড আর্টিকেলঃ