সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুজাহিদুল ইসলাম হেলো সরকার সংবাদচর্চাকে বলেছেন , স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন একটা পাগল। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে সে পাগলামি করছে। ভোট কেন্দ্রে গিয়ে আমার এক নেতাকে গলা টিপে ধরেছে। তার যে সকল অভিযোগ করেছেন সব মিথ্যা বানোয়াট। আড়াই হাজারের এমপি সহ সকল নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছে।
আজ নিজের ভোট প্রয়োগ শেষে হেলু সরকার এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে।