আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইকবাল মোল্লাকে না.গঞ্জ জেলা আ’লীগে চায় তৃনমূল

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা কমিটিতে প্রবীনদের পাশা-পাশি তরুণরা আসতে পারে। এমন অনেক আলোচনা চলছে নতুন জেলা কমিটি নিয়ে। এছাড়া উপজেলা কমিটি গুলোতেও অনেক নবীন আসবেন প্রবীনদের শক্তি বলয় করতে।
জানা গেছে আড়াইহাজার উপজেলা থেকে যে সকল তরুণ নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে ইকবাল মোল্লা অনেকটাই এগিয়ে রয়েছেন। তরুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য তিনি আড়াইহাজার উপজেলা নিবার্চনও করেছেন তবে তা দলের বিপক্ষে নয় বরং দলকে শক্তিশারী করতে এমন টাই জানা গেছে স্থানীয় তরুন নেতাকর্মীদের কাছ থেকে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই দৈনিক সংবাদচর্চাকে বলেন, জেলা কমিটিতে নবীন-প্রবীনদের সমন্বয়ে গঠন করা হবে। জেলা কমিটিতে যোগ্যদের সুযোগ দেবে কেন্দ্র। এছাড়া ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে তৃনমূল নেতাকর্মীদের উপজেলা কমিটিতে স্থান দেয়া হবে।
জেলা কমিটি ও উপজেলা কমিটি নিয়ে জানতে চাইলে আড়াইহাজারের আওয়ামী লীগ নেতা ইকবাল মোল্লা দৈনিক সংবাদচর্চাকে জানায়, আমাদের আড়াইহাজার উপজেলার মানুষ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যাশা করে নারয়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে তরুণদের স্থান দেয়া হোক। আমরা আড়াইহাজারবাসী ও তরুনরা সদা বঞ্চিত। আড়াইহাজার নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা ।

আমি যদি নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং আড়াইহাজার উপজেলা কমিটিতে স্থান পাই তাহলে অব্যশই তৃনমূল নেতাকর্মীদের জন্য কাজ করবো ।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটি আমরা সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করবো। এছাড়া কমিটি নিয়ে সে সকল সম্যসা গুলো রয়েছে তা খুজে বের করে সমাধানের জন্য প্রস্তাব জানাব। এছাড়া প্রবীনদের সহযোগিতা করতে তৃনমূল রাজনৈতিক কর্মীদের ও তরুণ কর্মীদের এগিয়ে নিয়ে আসবো।

আওয়ামী লীগের এই নেতা বলেন,আড়াইহাজার উপজেলা কমিটি ১৮ বছর ধরে ঝুলে আছে। ১৮ বছর আগের কমিটি এখনো সাংগঠনিক পদ গুলো দখল করে রেখেছে। এতে করে আড়াইহাজার উপজেলার তৃনমূল ও তরুন নেতৃত্ব আসতে পারছে না। যদি আড়াইহাজার উপজেলায় আওয়ামীলীগ কে শক্তি শালী করতে হয় তাহলে এই কমিটিকে নতুন করে গঠন করতে হবে। এবং প্রবীনদের পাশা-পাশি তরুনদের যোগ্যতার প্রমান দিতে তাদের সুযোগ প্রদান করতে হবে।