আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা

সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা ও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। বর্তমান চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শুনা যাচ্ছে এ ইউনিয়নে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম ভূঁইয়া। তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে সামনে রেখে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন । গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি ও তার সমর্থকরা। শনিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে গোলাকান্দাইল ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোমেন মোল্লা, সাধারণ সম্পাদক সাত্তার ভূূঁইয়া,ছাত্রলীগের সভাপতি কামাল মোল্লা,মামুন ভূঞা সহজ সর্বদলীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
প্রসঙ্গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে।