কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত
সংবাদচর্চা ডটকম:
ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে । এতে ৬৭ জন আরোহী ছিল।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে অবতরণের সময় বিধ্বস্ত হয় বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমানটি। নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য জানান, বিধ্বস্ত বিমানটি থেকে ১৭ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।
ত্রিভুবন বিমানবন্দর এবং নেপালের সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
ঢাকায় ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘আমরা খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।’