আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নয় : বস্ত্র ও পাটমন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা চাই অসাম্প্রদায়িক রাজনীতি । বঙ্গবন্ধু আমাদের ধর্ম নিরপেক্ষ রাজনীতি শিখিয়েছেন।

বৃহষ্পতিবার (৪ জুলাই) দেওভোগে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন , বিএনপি জামায়াত যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবার হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নারায়ণগঞ্জে কেউ পূজা করতে পারে নাই। তখন সবাই ঘরে বসে ঘট পূজা করেছে।

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে  বলেন, আমি বিভক্তির রাজনীতিতে বিশ্বাসী নয়। শেখ হাসিনা আমাদের ঐক্যের রাজনীতি শিখিয়েছেন। আপনারা স্থানীয় এমপিদের দাওয়াত দেবেন। তারপর আমাকে বলবেন । আমি আপনাদের যত সমস্যা আছে সমাধানের চেষ্টা করব।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না। সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । ধর্ষণের বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,জেল সুপার সুভাস চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি প্রমুখ।

এছাড়া মন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।