সংবাদচর্চা ডটকম:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন আওয়ামীলীগ-বিএনপি গত ২৫ বছর রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা শুধু অন্যায় অবিচার করেছে। তারা দেশের জনগণকে কোনো কিছুই দিতে পারেনি। এখন তারা শুধু বড় বড় বক্তৃতা দেয়।
এরশাদ বলেছেন :আমরা নির্বাচনে বিশ্বাসী। এককভাবে আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে অংগ্রহণ করব।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় আসবে।
শনিবার দুপুরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশে মঞ্চে সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।এ দিকে সংসদের বিরোধী দলীয় নেত্রী জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন,বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেও দেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে রওশন এরশাদ।
তিনি আরো বলেছেন, জাতীয় পাটি কারও ক্ষমতায় যাওয়ার সিড়ি হবে না। জাতীয় পাটি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়।
সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন দলের নেতাকর্মীরা। সমাবেশে যে কোনো ধরনের নাশকতা না ঘটে এ জন্য নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির একাধিক নিজস্ব টিম নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা নেতা-কর্মীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তা দেখভাল করার জন্যও একাধিক টিম গঠন করা হয়েছে।