আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ নেতা মোস্তফার উদ্যোগে কায়েমপুরে জীবানুনাশক স্প্রে

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কায়েমপুর এলাকায় জীবানুনাশক স্প্রে এবং পুরো এলাকার মানুষকে ঘরে রাখতে দিনভর কাজ করছেন ফতুল্লা আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা।

সোমবার (১৩ এপ্রিল) দিনভর সরেজমিনে দেখা গেছে, কায়েমপুর বটতলা থেকে পশ্চিম কায়েমপুর পর্যন্ত জীবানুনাশক স্প্রে করেন তিনি। একই সাথে পুরো এলাকার মানুষকে ঘরে রাখতে মাইকিং করা হয়।

এসময় ফতুল্লা আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা বলেন, সাংসদ শামীম ওসমান শুরু থেকেই ঘোষণা দিয়েছেন জেলার প্রত্যেকটি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তার নির্দেশ অনুযায়ী বিগত দুই সপ্তাহ ধরে আমি ব্যক্তিগত অর্থায়নে পুরো কায়েমপুর এলাকায় জীবানুনাশক ছিটিয়েছি এবং এলাকার মানুষকে ঘরে রাখার জন্য মাইকিং সেই সাথে সচেতনতামূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি।

এসএমআর