আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ নেতা আনছার আলীর খাদ্য বিতরণ

 

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায়
রবিবার (১৭ মে ) দুপুরে উপজেলার মুশুরী, সাহাপুর, নবগ্রাম ও রূপগঞ্জ গ্রাম এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, কাওসার আহমেদ ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাকী আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।