আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ কোন ধর্ম পালনে বাধা দেয় না : হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌরসভার মেয়র হাছিনা ভূলতা ইউনিয়নের ৪ টি পূজামন্ডুপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। গতকাল সন্ধ্যায় তিনি পরিদর্শনে যান।

হাছিনা গাজী বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শেখ হাসিনা সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে সবাই নিভিঘ্নে ধর্মপালন করতে পারে। কোন ধর্ম পালনে বাধা দেয় না। বিএনপি জামায়াত ধর্ম নিরপেক্ষতা মানে না।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে ধর্ম, বর্ন নির্বিশেষে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুর হক ভূইয়া, সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ চন্দ্র পাল, কাউন্সিলর মিনারা বেগম,অধ্যাপক ডাক্তার শ্যামল সরকার , সাংবাদিক সুশীল সরকার , রাশেদ ভূইয়া, ছাত্রলীগ নেতা মামুন ভূইয়া, ইমরান, ফরহাদ শিকদার সহ অনেকে।

সর্বশেষ সংবাদ