নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন ১৪ দলের সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে পারি, যে আমরা ১৪ দলের সঙ্গে কথা বলছি। আমরা নির্বাচনে ঐক্য করার চেষ্টা করছি। এটা অত্যন্ত স্পষ্ট। এর মধ্যে কোনো লুকোচুরি নেই।’
আজ শনিবার বিকেলে রাজধানীর মধ্য বাড্ডায় যুক্তফ্রন্টের রাজনৈতিক কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের যৌথসভা অনুষ্ঠিত হয়। এই যৌথসভায় বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।
তবে, জোটবদ্ধ হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলেও জানান চারদলীয় জোট সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘তারা (১৪ দল) এবং আমরা সহযোগিতার মধ্যে ভবিষ্যতে কী করতে পারি তা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে।’ এ ছাড়া স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ধরনের জোট করা হবে না বলেও জানান যুক্তফ্রন্টের চেয়ারম্যান।
নির্বাচন কমিশন প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নির্বাচন কমিশনকেই সৃষ্টি করতে হবে।’