আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠকে বসছে আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে প্রায়াত ফজলে রাব্বি মিয়ার মেয়ে ফারজানা রাব্বি বুবলি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ ১০ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬১টি জেলায় ৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়। ফলে এ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের বিষয় নেই। তবে দলীয়ভাবে কোনও প্রার্থীকে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে।
সুত্রের খবর নারায়ণগঞ্জে দলীয় মনোনয়নের দৌড়ে দুই সভাপতি বেশি এগিয়ে। তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো: আনোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের প্রশাসক ও বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই। তারা দুই জনই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দলনেত্রীর উপর তারা আস্থা রাখছেন। নেত্রী যাকে মনোনয়ন দেবেন সেই নির্বাচন করবেন।