সংবাদচর্চা রিপোর্ট: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পুনরায় মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র হাছিনা গাজী। শুক্রবার ( ১৮ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত নির্বাচনে হাছিনা গাজী বিএনপির প্রার্থীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এবারও হাছিনা গাজীর প্রতিপক্ষ সেই বিএনপির নাসির উদ্দিন। ক্ষমতা গ্রহণের পর হাছিনা গাজী গত ৫ বছরে তারাব পৌর এলাকায় রাস্তা ঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছেন। আগের চেয়ে তার জনপ্রিয়তা বাড়ছে। তৃণমূল আওয়ামী লীগ হাছিনা গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। এবারও তার জয়ী হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ দিন ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। তারাব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন।